রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন না.গঞ্জের জিউর আখড়া মন্দিরে

নুরুন নাহার নিরু

প্রকাশিত: ৪ মে ২০২৩  

 

নারায়ণগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার প্রতিবছর একমাস ব্যাপী আয়োজন করা হয় নগরের নন্দীপাড়া এলাকার শ্রী শ্রী রাজা লক্ষী-নারায়ণ জিউর আখড়া মন্দিরে। মন্দিরের পাশেই ফাঁকা জায়গা জুড়ে বিভিন্ন জেলা থেকে দোকানিরা আসে এই মেলায় দোকান দেওয়ার উদ্দেশ্যে।

 

ছোটোদের খেলনা থেকে শুরু করে বড়দের সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে। এছাড়াও ফুচকা, মিষ্টি এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানও বসেছে। মাস ব্যাপী এই মেলাতে রোজ ভিড় না থাকলেও প্রতি শুক্রবারে বেশ জমজমাট থাকে বলে জানায় দোকানিরা।

 

এ ব্যাপারে রাজশাহী থেকে আসা রাসেল নামে এক দোকানদার বলেন, এখানে আমি কয়েক বছর ধরেই মেলা হলেই দোকান দেওয়ার জন্য আসি। মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিকস ইত্যাদি আরো অনেক কিছুই বিক্রি করে থাকি। এছাড়া এই মেলা অনেক পুরানো প্রতি বছর বৈশাখের পুরো এক মাস জুড়ে এই মেলার আয়োজন থাকে।  

 

একই বিষয়ে রামেশ নামে এক ব্যক্তি বলেন, লক্ষীপুর থেকে এসেছি আমি। দোকান নেওয়ার জন্য আগে থেকেই মেলার কমিটির লোকদেরকে বলে রাখতে হয়। দূর দূর থেকে এসে এখানে এসে মেলা দেওয়ার কারণ হলো এই মেলা অনেক পুরোনো এবং অনেক ঐতিহ্যবাহী। রাতে থাকা হয় দোকানেই আর খাওয়া-দাওয়া করি আশেপাশের ভাতের হোটেলগুলোতে।

 

এ ব্যাপারে মেলায় ঘুরতে আসা নাছিমা বেগমের সাথে কথা বললে তিনি বলেন, প্রতিবছর ছেলে মেয়েদের নিয়ে ওদের বাবাই এ মেলাতে ঘুরাতে নিয়ে আসে কিন্তু এবার সে না থাকায় আমি নিয়ে এসেছি। মেলাতে ভালোই আনন্দ করছে ওরা। নগরদোলায়ও চড়েছে। এছাড়া কিছু খাবারও কিনে নিয়ে যাবো ভাবছি।

 

অপর ব্যক্তি বলেন, ছোটবেলাতে বাবার সাথে এই মেলাতে আসতাম এখনও ঘুরতে আসি ভালোই লাগে। এছাড়া পরিবারের সাথে ভালো একটা সময় কাটাতে কে না চায়। এছাড়া ছেলে মেয়েরা বায়না করে নিয়ে আসার জন্য তাই আজকে নিয়ে আসলাম। 

এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর