সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মুন্সিগঞ্জ-পঞ্চবটি সড়কের বেহাল দশা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

মুন্সিগঞ্জ-পঞ্চবটি সড়কের হাটখোলা মোড়ের রাস্তার বেহাল দশা। এই সড়ক দিয়ে নিয়মিত বড় বড় সিমেন্টসহ বিভিন্ন প্রকারের গাড়ি চলাচল করে থাকে। কিন্তু ওই মোড়ের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা অনেক রিস্ক রয়েছে। যে কোনো সময় হতে পারে দূর্ঘটনা। এই রোড দিয়ে নিয়মিত অনেক গামেন্টর্সকমীরাসহ অনেকে চলাচল করে থাকে।

 

এই মোড়ের রাস্তা ভাঙ্গা থাকার কারনে চলাচলে বিগ্ন ঘটছে সাধারণ মানুষ সহ ওই রোড দিয়ে নিয়মিত চলাচলের গাড়িগুলোর। এই রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রায় যানজটের সৃষ্টি হয় ওই রোডে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ রোডের হাটখোলা রাস্তা পুরোটা যানজট লেগে রয়েছে। রাস্তা ভাঙ্গা থাকার কারনে চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। 

 

এতে অনেক ক্ষিপ্ত হচ্ছে তারা এই মোড় থেকে গোপচর ব্রিজ পর্যন্ত রোড যেন অনেক খারাপ বৃষ্টি আসলে জমে যায় পানি। এই রাস্তার কারণে সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গাড়িগুলো অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে গাড়ি চালোকেরা। এতে দূর্ঘটনার কবলে পরতে পারে গাড়ি। 

 

এ বিষয়ে রাস্তার পাশে থাকা এক দোকানদার জানান, প্রায় এক মাস যাবৎ রাস্তাটা এমন ভাঙ্গা হয়ে পরে আছে। অনেক গাড়ি নিয়মিত এই রোড দিয়ে চলাচল করে। অনেক গামেন্টর্সকর্মীরাসহ এই রোড দিয়ে চলাচল করে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ রোড এই রোডের কারণে বিভিন্ন লোকেরা ব্যবসা করে চলছে। কিন্তু এই রোডের এই বেহাল দসা। 

 

এই রাস্তার কাজ দ্রুত সংস্কার না হলে বিপদে পরতে হবে এই রোড দিয়ে নিয়মিত চলাচল করা মানুদের ও গাড়ি চালকদের। আর বৃষ্টি আসলে পানি যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য পানি জমে রাস্তাটা আরো বেশি ডেবে যায়। এতে রাস্তা ঠিক করলেও আর ভালো থাকে না। 

 

এ বিষয়ে এক গার্মেন্টর্সকর্মী জানান, আমি নিয়মিত এই রোড দিয়ে চলাচল করি কিন্তু এই রোডের এই বেহাল দশার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা এই রোডের কারণে আমাদের কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতির মুখে পরতে হচ্ছে। আর রাত হলে এই রোড দিয়ে চলাচলকৃত বড় বড় গাড়িগুলো তাদের অনেক সমস্যা হয় তারা এই রোডের কারণে তাদের যেকোনো সময় দূর্ঘটনার কবলে পরতে হতে পারে। আমাদের দাবী এই রোড তারাতারি ঠিক হোক তা না হলে পরবর্তীতে আমাদের বড় সমস্যা হতে পারে।এসএম/জেসি 

 

এই বিভাগের আরো খবর