রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

‘মোস্তাফিজ, তোর এই ওভারে নাকি ২০ নিবে!’

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৮  

খেলাধূলা ডেস্ক (যুগের চিন্তা ২৪) : ৪৮ তম ওভারের প্রথম বলে মোস্তাফিজ ফেরালেন হোল্ডারকে। নতুন ব্যাটসম্যান ক্রিজে নামবেন, কিছুটা সময় হাতে। ক্যামেরা তখন মাশরাফির দিকে তাক করা, টিভি স্ক্রিনে দেখালো মাশরাফি এগিয়ে যাচ্ছেন ক্রিজে থাকা পাওয়েলের দিকে। পাওয়েল তখন প্রায় ডাবল স্ট্রাইক রেটে ভয়ংকর রূপে, ওয়েস্টইন্ডিজের জয়ের শেষ ভরসা! কথা বললেন খানিকটা, কি জিজ্ঞেস করলেন শোনা গেলো না। তবে হাঁক ডাক দিয়ে মাশরাফিকে বলতে শোনা গেলো, ‘মোস্তাফিজ, তোর এই ওভারে নাকি বিশ নিবে!’

আগের ৩ ওভারে ৩৮ রান দেয়া মোস্তাফিজ সে ওভার রান দিলেন মাত্র ৬, তিনটা ডট৷ পাওয়েল একটি বাউন্ডারি সহ পাঁচ করেছেন ঠিকই, তবে বাউন্ডারিটি এসেছে ভাগ্যগুণে! নয় বছর পর দেশের বাইতে সিরিজ জিতলো মাশরাফির বাংলাদেশ।

আচ্ছা, এভাবে বোলারকে রাগিয়ে তার সেরাটা আদায় করে নেয়া ক্যাপ্টেন বিশ্ব আর ক’জন আছে কিংবা কেউ কি ছিলো !

এই বিভাগের আরো খবর