শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যুক্তরাজ্যে সাত দিনের ব্যবধানে মৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ

প্রকাশিত: ১০ মে ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা  এক সপ্তাহ ব্যবধানে প্রায় ৫০ শতাংশ কমেছে। করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত একদিনে আরও ৩৪৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৫৮৭। করোনা নিয়ে ডাউনিং স্ট্রিটে আজ ব্রিফিং করেন যোগাযোগ মন্ত্রী গ্রান্ট শ্যাপস। 


আগামীকাল দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং নির্দেশনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ধারণা করা হচ্ছে, লকডাউন শিথিল করার ঘোষণা  দেবেন তিনি।


চীনের পর ইউরোপ ছিল করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। শুরুর দিকে ইতালির অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তবে মোট মৃত্যুতেই ইতালিকে টপকে গেছে যুক্তরাজ্য। 


যুক্তরাজ্যে ৫ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করার পরপরই দেশ লকডাউন করা হয়। ব্রিটিশরা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে পা পারছেন না। সবাইকেই নিজ ঘরে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
 

এই বিভাগের আরো খবর