বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

যুবলীগ নেতা হিরা ও রাসেদের নেতৃত্বে নৌকার মিছিল ও গণসংযোগ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী একে.এম শামীম ওসমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা ও ২ নং ওয়ার্ডের নির্বাচনে উঠান বৈঠককে সফল করতে কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মো.আলাউদ্দিন হিরা ও ২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. রাসেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। গতকাল (২১) ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ২নং ওয়ার্ডের উত্তর কাশীপুর শান্তিনগর এলাকার অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

 

এ সময় কাশীপুর ২নং ওয়ার্ডের শান্তিনগর থেকে মিছিল নিয়ে আলীপাড়া এলাকা ঘুরে শান্তিনগর মসজিদ অতিক্রম করে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়। এ সময় নেতাকর্মীদের মুখে মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে
আশপাশ।

 

এদিকে কাশীপুর ২নং ওয়ার্ডে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠককে সফল করতে দুপুর থেকেই হিরা ও রাসেদের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে সাধারন জনগণ খন্ড খন্ড ভাবে মিছিল নিয়ে নৌকা মার্কায় ভোট চাই শ্লোগানে
শ্লোগানে শান্তিনগরে জড়ো হতে থাকেন।

 

এ সময় হিরা ও রাসেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, নূর জামাল, মান্নান, মনিরসহ কাশিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

এই বিভাগের আরো খবর