রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও নৃত্য পরিবেশন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৮:০১ পিএম
নারায়ণগঞ্জ জেলা শাখার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৬টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের মূল মঞ্চে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, একক গান, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা শাখার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর সভাপতি জীবন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাশ্বতী পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার, লেখক মফিদুল হক, সাংস্কৃতিজন রফিউর রাব্বি সহ প্রমূখ। পরে আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী, গান ও নৃত্য অনুষ্ঠিত হয়।এসএম/জেসি