বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রানা প্লাজা ট্রাজেডির ৮ম বছরে গার্মেন্টস শ্রমিক সংহতির সমাবেশ

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১  

২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ভয়াবহ ভবন ধস ট্রাজেডির ৮ বছরে শ্রমিক সমাবেশের আয়োজন করেন গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দরা। 


শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতি জেলা কমিটির সভাপতি অঞ্জন দাসের সভাপতিত্বে দিবসটিকে স্মরণ করে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। 


সমাবেশে অঞ্জন দাস বলেন, এই ৮বছরে যে হত্যাকান্ড হয়েছে সেই হত্যাকান্ডের সাথে জড়িত ভবন মালিক, কারখানা মালিক এবং সেখানকার স্থানীয় কতৃপক্ষ যারা ভবনের অনুমোদন দিয়েছে আমরা এই সমাবেশ থেকে সেই সকল দোষীদের শাস্তি নিশ্চয়তার দাবী জানাচ্ছি। বর্তমান সময়ে করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে শ্রমিকদের মধ্যে যেভাবে করোনা সংক্রমন বৃদ্ধি হচ্ছে আমরা সমস্ত শ্রমিকদের করোনা টেষ্টের আওতায় নিয়ে আসার জন্যও জোড়ালো দাবী জানাচ্ছি এবং অবিলম্বে সকল শ্রমিকদের জন্য হেল্থ কার্ড ও ফিল্ড হাসপাতাল তৈরী করা হোক।


এছাড়াও তিনি বলেন, রিকশা শ্রমিকসহ সকল শ্রমিক যাদের ঘরে ভাত নেই। যারা পেটের দায়ে রাস্তায় বের হচ্ছে তাদেরকে নানাভাবে প্রশাসনিক হয়রানী ও জরিমানা করা হচ্ছে। আমরা মনে করি এটা অমানবিক। এগুলো বন্ধ করা জরুরী। আমরা আরো দাবী জানাচ্ছি সরকার যেন এসকল শ্রমিকদের ঘরে ঘরে ত্রান সহায়তা পৌছে দেন। 


এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার সম্পাদক কাউসার হামিদ, গার্মেন্টস শ্রমিক সংহতি মহানগরের আহবায়ক জাহাঙ্গীর আলম বাবু, সম্পাদক মেহেদী হাসান উজ্জল, ফতুল্লার আহবায়ক শহীদুল ইসলাম সজল, জেলার নেতা আব্দুল আল মামুন ও সাবেক ছাত্র ফেডারেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব প্রমুখ।  
 

এই বিভাগের আরো খবর