শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

রূপগঞ্জে অবৈধ মেলা বন্ধ করলো প্রশাসন

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  


রূপগঞ্জে কোন প্রকার অনুমতি ছাড়া শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমি বালু ভরাট করে দখল করা স্থানে আয়োজন করা আনন্দ মেলা অবশেষে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় অবস্থিত মেলাটি বন্ধ করে দেয়া হয়।

 

 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান জানান, কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও ছাত্রলীগ নেতা ওমর ফারুক শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমিতে বালু ভরাট করে কোন প্রকার অনুমোতি ছাড়াই এক আনন্দ মেলার আয়োজন করেন। এতে স্থানীয় মুসল্লিসহ এলাকাবাসী বাঁধা দিলেও মেলা বন্ধ করা হয়নি।

 

 

এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশে বুধবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ সড়েজমিনে গিয়ে মেলা বন্ধ করে দেয়া হয়। এদিকে, আনন্দ মেলা বন্ধ করে দেয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর