বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১

রেড ক্রিসেন্ট না.গঞ্জ ইউনিটের কমিটি বিলুপ্ত

সাকিবুল সায়েম

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪  


আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০২৩ সালের ২ ডিসেম্বও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। ওইদিন সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ৫১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৬ মেয়াদের এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার সোহেল আক্তার সোহান।

 

 

পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারি মো. হাসান ফেরদৌস জুয়েল, নির্বাহী সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, খন্দকার সাইফুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, মো. আবু নাইম ও মোস্তফা কামাল। নির্বাচনে কোনো পদের বিপক্ষে প্রার্থী না থাকায় এবং উল্লিখিত প্রার্থীদের প্রার্থিতা বৈধ হওয়ায় তখন তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। তবে গত ৯ নভেম্বর, ২০২৪ এ সারাদেশে সংগঠনটির সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটি।

 


বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট এর দায়িত্বে থাকা বর্তমানের সদস্য সচিব কাউসার বলেন, শুধু নারায়ণগঞ্জ নয় পুরো বাংলাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। রেড ক্রিসেন্ট এর রানিং কমিটি ছিল। কিন্তু গত ৯ নভেম্বর, শনিবার এই রানিং কমিটি বিলুপ্ত করে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত কমিটি বিলুপ্ত থাকবে। পরবর্তী ধাপ সম্পর্কে কেন্দ্রীয় কমিটি এখনো কিছু জানায়নি আমাদের। যখন তারা জানাবেন তখন বলতে পারবো।

 


নতুন কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ এর কমিটি কিভাবে গঠন হবে তা আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে এবং তারা যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট এর কমিটি গঠন হবে। আমাদের এখানে যারা এলাইট মেম্বার আছেন তারাই ভোট দিয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেন এবং যেই জেলা পরিষদের চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত হন তিনিই এখানকার চেয়্যারম্যান হবেন। এখন তো জেলা পরিষদের চেয়্যারম্যান নেই সামনে কি হয় বা হবে তা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবেন।

 


বর্তমান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আমি ইয়েলো ডিপার্টমেন্টের অর্থাৎ অফিস চালানোর জন্য যতদিন কমিটি গঠন না হয় ততদিন আমি দায়িত্বে আছি। পরবর্তীতে আমাদেরকে আমাদের কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করবো।   এন. হুসেইন রনী  /জেসি