শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের অন্যান্য দেশের মত লকডাউন থাকায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। করোনা মহামারীর এমন পরিস্থিতিতে অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কোন সিটির গভর্নর নয়, লকডাউন তুলে নেয়ার পুরো ক্ষমতা আমার কাছে। আমি এবং অন্যান্য গভর্নররা এই বিষয়টিতে কাজ করছি। খুব শিগগিরই এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৬১৯ জন। মারা গেছেন ২৩ হাজার ৫২৯ জন।
 

এই বিভাগের আরো খবর