লাখ টাকার প্রলোভনে পরিকল্পিত বিশৃঙ্খলা
লতিফ রানা :
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪
# বিনা সুদে এক লাখ থেকে এককোটি টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতারণা
# এর আগেও বেশ কয়েকবার এই সরকারকে উৎখাত করার চেষ্টা চালানো হয়
# যেকোন ঘটনা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি : পুলিশ সুপার
# দোষীদের খুঁজে শাস্তির ব্যবস্থা না করলে এধরণের কার্যকলাপ চলতেই থাকবে : সাখাওয়াত হোসেন
# এধরণের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে : জামায়াত জেলা আমির মমিনুল হক
ড. ইউনুস এর নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করাসহ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে পুনর্বাসন করার জন্য একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা। যার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে গতকাল সোমবার একটি মিথ্যে আশ্বাস প্রচারণার মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে গরীব ও সাধারণ মানুষকে বোকা বানিয়ে জড়ো করে ঢাকা মুখী করার মাধ্যমে একটি গণঅভ্যুত্থানের চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে এই অপচেষ্টা চালানো হয়। তবে সচেতন ব্যক্তিদের উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় এসব প্রতারক ও চক্রান্তকারীদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এর আগে জুডিসিয়াল ক্যু এর মাধ্যমে তৎকালীন প্রধান বিচার পতির নেতৃত্বে (বর্তমানে সাবেক) এই অন্তুবর্তীকালীন সরকারকে সরানোর একটি ব্যর্থ চেষ্টা করা হয়। সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সনাতন ধর্মীদের ব্যবহার করে ভারতের সহায়তা নিয়ে অপপ্রচারের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। এরপর আনসারদের মাধ্যমে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা, এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে সরকারকে চাপে ফেলার চেষ্টাসহ বিভিন্নভাবে বর্তমান সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে এই অন্তবর্তীকালীন সরকারকে উৎক্ষেত করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করার অপচেষ্টায় আওয়ামী লীগের চক্রান্তকারী সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে নারায়ণগঞ্জ পুলিশ নারায়ণগঞ্জে এ ধরণের যেকোন ঘটনা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
প্রত্যক্ষর্দীদের বিবরণসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বাসার সামনে আন্দোলন করলে সবাইকে নি:শর্তে ১ লাখ টাকা করে ঋণ দেয়া হবে বলে একটি লিফলেট প্রচারসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করে স্থানীয়ভাবে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে জড়ো করা হয়। তবে স্থানীয় সচেনতন ব্যক্তিগণ বিষয়টি আন্দাজ করতে পেরে একদিকে পুলিশে খবর দেয় অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতাসহ তাদের নিজস্ব উদ্যোগে এসব যানবাহন আটকিয়ে তাদের প্রতিহত করা হয়। পুলিশ বাসগুলো আটক করে নেতাকর্মীদের বাড়ি ফিরিয়ে দেয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে এমন আশংকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এসময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়েছে।
মদনগঞ্জের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নিজে মদনগঞ্জের কয়েকটি এলাকায় বেশ কয়েকটি বাস গাড়ির সামনে ব্যানার লাগিয়ে লোকজনকে তুলতে দেখেন। বিষয়টি তার কাছে সন্দেহজনক হওয়ায় তিনি বন্দর থানা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশের সহায়তায় মদনপুর থেকে বেশ কয়েকটি যানবাহন আটক করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক পোস্ট লক্ষ্য করা গেছে।
ফেসবুকে লিফলেটের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” ব্যানারে এবং ‘লুন্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো’ স্লোগানে লেখা আছে, “অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা” শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে “অবস্থান কর্মসূচি” পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কার্যালয়ে পুঁজির আবেদনের ‘ছক’ পাওয়া যায়। নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন।”
মাহবুব হাসান জিকু নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেন, ‘ভাই, সকালে অফিসে আসার সময় দেখলাম মদনগঞ্জ থেকে দড়ি সোনাকান্দা পর্যন্ত ৮টি বাস ভর্তি লোক। তাদের সবার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে তাদেরকেও সেইম (একই) কৌশলে ঢাকা নিয়া যাওয়া হইতাছে।’ এমডি হাবিবুর রহমান নামের একজন পোস্ট করে লিখেন, ‘আজ সকালে স্কুলে গিয়ে দেখি, আমাদের স্কুল গেটের সামনে চারটি গাড়ি, প্রায় ২০০ লোক এবং মহিলা, পুরুষ, তাদের জিগ্যেস করেছি তারা কোথা যাবেন, তারা উত্তরে বললেন, এক লাখ টাকা দিবো তাই নাম লেখাইতে যাইতাছে, শুধু তাই নয় সাথে ৩০০ টাকা করে জমা দিয়েছেন, আয়োজকের কাছে, আমি শুনে অবাক, এখনো মগার যুক (যুগ) আছে।’
এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আওয়ামী লীগ ভারতের ইন্ধনে বিভিন্ন নামে বাংলাদেশকে এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আজকে বন্দর থেকেও অনেক গাড়ি যাওয়ার চেষ্টা করেছে, আমাদের নেতা কর্মীরা তাদের প্রতিহত করেছে। একটি সুক্ষ পরিকল্পনার মাধ্যমে এসব করে ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব ও বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। আমি মনে করি এটা সেসব ষড়যন্ত্রেরই অংশ। আমি এসব বিষয়ে জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তারা যেন এ ধরণের প্রতারণার ফাঁদে পা না দেয়। তারা গরীব শ্রেণির লোকজনকে মিথ্যে প্রলোভন দেখিয়ে এ ধরণে ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র আমাদের জনগণ বুঝতে পেরেছে। ভবিষ্যতে এ ধরণের ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার ও প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের ঘটনার মাস্টার মাইন্ডদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে তারা এধরণের কার্যকলাপ চালাতেই থাকবে এবং সরকারকে ব্যর্থ প্রমাণসহ তাদের কার্যক্রমকে ব্যহত করার চেষ্টা করবে।
বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মমিনুল হক সরকার যুগের চিন্তাকে বলেন, এগুলো সাবেক স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যর্থ চেষ্টা বলে আমি মনে করি। এর আগেও একাধিকবার এধরণের চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকারের এসব বিষয় খুব সতর্কতার সাথে প্রতিহত করতে পেরেছে। বর্তমান সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করার জন্য এধরণের আরও বহু অপচেষ্টা আসতে পারে। তাই বিষয়গুলো প্রতিহত করার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজকের এই ঘটনাটিতে কারা জড়িত (কারা নেতৃত্ব দিচ্ছে) তা বের করার জন্য প্রশাসনের শক্ত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার যুগের চিন্তাকে বলেন, এধরণের বেশ কয়েকটি ঘটনা নিয়ে আমাদের পুলিশ কাজ করেছে। আমরা তা প্রতিহত করেছি। এই বিষয়ে আমরা সজাগ আছি এবং এই ধরণের যেকোন ঘটনা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেসব মাস্টার মাইন্ডেডদের আমরা সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
- গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- হোসিয়ারী নির্বাচন নিয়ে নীল নকশা
- প্রকাশ্যে আ.লীগ নেতারা
- ওসমান দোসরদের বাদ দেয়ার আহ্বান ব্যবসায়ীদের
- লাখ টাকার প্রলোভনে পরিকল্পিত বিশৃঙ্খলা
- ২০১৩ মনে রেখেছেন ড. ইউনুস!
- ‘বৈধ-অবৈধ মিলাইয়াই আমগো দেশ’
- কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে বন্দর থানা কৃষকদলের শুভেচ্ছা
- বহু অপকর্মের হোতা সাংবাদিক রাজুর ব্যাংক হিসাব জব্দ
- সোনারগাঁয়ে বসুন্ধরা কারখানায় ডিটারজেন্ট ইউনিটে বিস্ফোরণ
- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন
- এড. নান্নুর মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া
- সাধুসংঘ ও লালন মেলা বন্ধে ৭১ সংগঠনের প্রতিবাদ
- ব্যানারে নেতার নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- অভিযানের খবরে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরণের অনুষ্ঠান অনুপ্রেরণার
- প্রতিদিন শতাধিকের বেশি ডায়রিয়ায় আক্রান্ত, দাঁড়িয়ে নিচ্ছে চিকিৎসা
- এমপি মনোনয়ন প্রত্যাশীদের স্বাগত জানাই
- বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে করেন
- না.গঞ্জে আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
- সাত বছরেও শুরু করা যায়নি সদর উপজেলা মডেল মসজিদের কাজ
- বিমানবন্দরে হয়রানির শিকার সাংবাদিক নূরুল কবির
- না.গঞ্জ বিএনপির সাবেকরা ফের আলোচনায়
- কাশিপুরের লালন মেলা বন্ধে উদীচী শিল্পীগোষ্ঠীর নিন্দা
- ছাত্রদলের কমিটি গঠন নিয়ে টানা-হেঁচড়া
- বেপরোয়া হকারদের লাগাম টানবে কে ?
- মনোনয়নের আশায় মাঠে সক্রিয় হতে মরিয়া
- মানুষের ভালোবাসা ধর্মের বেড়াজালে আটকে থাকেনা:আতাউর রহমান খান আঙুর
- অনুমতি না মেলায় ঘরোয়াভাবে লালন মেলার আয়োজন
- কারাগারে সাবেক মেয়র আতিক, পুলিশ কর্মকর্তা আলেপ ও র্যাবের ফারুকী
- শামীম ওসমানের নিয়মিত অর্থ যোগানদাতা শীর্ষ পাঁচ সন্ত্রাসী
- মানুষের ভালোবাসা ধর্মের বেড়াজালে আটকে থাকেনা:আতাউর রহমান খান আঙুর
- আ.লীগের সেক্রেটারি পলাতক, ব্যবসা নিয়ে ব্যস্ত সভাপতি
- অধরা রয়েছেন ওসমানদের আস্থাভাজন মামা-ভাগ্নি
- মনোনয়নের আশায় মাঠে সক্রিয় হতে মরিয়া
- আ.লীগ-বিএনপির নামে মামা-ভাগিনাদের রামরাজত্ব
- সালাউদ্দিনের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীদের দখলে ঝুট সেক্টর
- ফতুল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু গিয়াসউদ্দিনের সমাবেশ
- না.গঞ্জের পরিবহন সেক্টরের নয়া গডফাদার রানা
- যমুনা ডিপোতেই ভাগ্যে পরিবর্তন তেল চোর টুটুলের
- না.গঞ্জ বিএনপির সাবেকরা ফের আলোচনায়
- জেলা বিএনপি নিয়ে নীল নকশা
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরণের অনুষ্ঠান অনুপ্রেরণার
- ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা
- ভূইগড়ে পলিথিন কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
- টাকা চুরির অপবাদ দিয়ে নলুয়াপাড়ায় পিটিয়ে হত্যা
- না.গঞ্জে বেড়েছে ছিনতাই
- লাখ টাকার প্রলোভনে পরিকল্পিত বিশৃঙ্খলা
- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন
- রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
- ধরা খেলেন শামীম ওসমান
- পদত্যাগ করার ঘোষনা দিলেন মেয়র আইভী
- আমার ভাই এমপি হিসেবে অনেক কিছুই বলতে পারেন : আইভী
- ওবায়দুল কাদেরের পা ধরেও কাজ করাতে পারেননি শামীম ওসমান
- আ’লীগের মনোনয়ন নিয়ে
কাদের নওফেলের পর বাণিজ্যমন্ত্রী বললেন ‘ভুয়া’ - গ্রেপ্তার করলে আগে আমাকে করুন : পুলিশকে শাহেদ
- আইভীর নড়াচড়ায় শামীমের দৌড়ঝাঁপ
- আইভীকে দেখে চলে গেলেন হাই-বাদল
- বাবুর রাজ্যে শামীমের হানা !
- শামীম ওসমান কেন, কাউকেই মনোনয়ন দেইনি : ওবায়দুল কাদের
- শামীমের ওসমানের শপথ কাজে আসেনি
- আসছে জাকির খান, থাকছে রাজীব-মোশারফ
- নৌকা মার্কায় কিভাবে নমিনেশন পান দেখা যাবে : বাদল
- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল
আলোচনায় নারায়ণগঞ্জের ৮ নেতা - ডিসবাবুকে গ্রেপ্তারের পর এসপি কার্যালয়ে শামীম ওসমান (ভিডিও)