তোমার সঙ্গ পেতে
আমি বৃত্ত বরাবর বিভ্রমে-
বিন্দুগামী ছুটন্ত ঘোড়া
তোমার প্রস্তাবিত যজ্ঞের টানে,
কদম ও বৃষ্টির শাখে
আলবৎ জমে গেলে প্রেয়সীর আলাপ,
মুখোমুখি হয়ে হাতের রুমাল নাচিয়ে
মনের ফিতায় ক্ষান্ত হলে তোমার নীল
চোখ, তখন অবসন্ন ক্লান্ত প্রেমিক ফুরালো!
থাকে শুধু উড়ন্ত কিস
আহ্লাদে কিম্বা ছল হয়ে,
লাটিম হয়ে ঘুরিস!
মিলন মাহমুদ