শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শতাধিক এতিম শিশুর মাঝে মৌসুমী ফল বিতরণ করল নারায়ণগঞ্জ জেলা শুভসংঘ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১১ জুন ২০২৩  


নারায়ণগঞ্জে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে শুভসংঘ। শনিবার দুপুরে জেলার মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুদের মাঝে এই ফল বিতরণ করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, আনারস, তালের শাস ইত্যাদি। ফল পেয়ে এতিম শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে।

 

 

এসময় শুভসংঘের সদস্যরা তাদের ফল খাইয়ে দেয়। শিশুরাও শুভসংঘের সদস্যদের গান গেয়ে বিনোদন প্রদান করে। শিশু পরিবারের আব্দুর রহিম বলে, আমরা সারাবছর চেয়ে থাকি আম কাঁঠালের জন্য। শুভসংঘ আমাদের সেই ইচ্ছা পূরণ করেছে। শিশু মং চিন বলে, আমাদের অনেকেই অনেক ধরণের খাবার দেয়। কিন্তু এই ফল দেওয়া আমাদের জন্য অনেক সুখের।

 

 

শিশু পরিবারের কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, কালের কণ্ঠ শুভসংঘ শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করে শুভ কাজের নতুন দৃষ্টান্ত স্থাপন করল। আশাকরি তারা এই ধরণের কাজ অব্যাহত রাখবে। কালের কণ্ঠ শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, শুভকাজের ব্যাপারে আমরা বসুন্ধরা গ্রুপ থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি।

 

 

আমরা ভবিষ্যতে এধরণের কাজ অব্যাহত রাখব। সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নারায়ণগঞ্জ জেলা কালের কণ্ঠ প্রতিষ্ঠাকাল থেকেই ভাল ভাল কাজের সাথে জড়িত রয়েছে। আর এই কাজের পিছনে আমাদের প্রেরণা দিয়ে থাকে বসুন্ধরা গ্রুপ।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠর জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, জেলা শুভসংঘের সহসভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ পিন্টু, দ্বীপ বাপ্পি, মেহেদী মঞ্জুর বকুল, অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, এম এ রাসেল, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ারসহ অন্যান্যরা।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর