সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

শহীদ জিয়ার ম্যূরাল পুন:স্থাপন না হলে কঠোর অন্দোলন : মামুন মাহমুদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪  

 

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় স্থাপিত জিয়াউর রহমানের ম্যূরাল যেখানে ছিল, সেখানে পুন:স্থাপন না করা হলে কঠোর অন্দোলন গড়ে তুলা হবে। কাপুরুষের মত রাতের আঁধারে জিয়াউর রহমানের ম্যূরাল ভেঙে ফেলে তাঁকে দেশের জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবেনা।

 

শুক্রবার(৫ মার্চ) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর কিসমত মার্কেট এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ আরো বলেন, পাতানো নির্বাচনে ক্ষমতায় বসা সরকারকে মানুষের জীবন দুর্বিসহ করে তুলার সুযোগ দেওয়া হবেনা। বীরেরা লড়ে যায় আর কাপুরুষ পালিয়ে যায়। যতই অত্যাচার নির্যাতন করা হোকনা কেন আমরা পালিয়ে যাবনা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করবোনা। দেশে নিত্যপণ্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম, মোশারফ হোসেন,টিএইচ তোফা, বাবুল প্রধান, সাখাওয়াত হোসেন মোল্লা, গাজী মনির,জাহাঙ্গীর হোসেন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, হারুন মাষ্টার, ৩ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সধারণ সম্পাদক লিয়াক হোসেন লেকু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন,

 

৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্যামল আহমেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্ত, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক খান লিপু, বিএনপি নেতা কামাল হোসেন, সামছুদ্দিন শেখ, মাসুদুর রহমান, কামলা ভূঁইয়া, মাসুম প্রধান,

 

মনির হোসেন, এরশাদ আলী, জুয়েল রানা, গুলজার হোসেন, বদর উদ্দিন লিটন, সাইফুল, ইমরান হোসেন, আবু তাহের, রুবেল মাদবর, যুবদল নেতা আক্তারুজ্জামান, কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাঈনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেদা শাহ আলম মাস্টার, সালাউদ্দিন আহমেদ, মহানগর ছাত্রদল নেতা রিপন সরকার, জুয়েল রানা, মেহেদী হাসান ফারহান, মোরশেদ আলম, সিফাতুর রহমান রাজু, হাবিব, ইনতিয়াজ আহমেদ, তানজিদ, আরাফাদ আদর, আরিয়ান ও প্রিন্স প্রমুখ।

এই বিভাগের আরো খবর