সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শহীদ মিনারে ঝুঁকিতে জীবন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  


# চাষাড়ায় জীবন ঝুঁকিতে দোকানদার ও সাধারণ পথচারীরা


নারায়ণগঞ্জ শহরে প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার প্রতিদিন লাখো লোকের চলাফেরা, পাশেই রয়েছে নানা রকমের খাবার এর দোকান।প্রতিটি দোকানের চুলার ঠিক পাশেই রয়েছে  ৩/৪টি করে গ্যাস সিলিন্ডার এর বোতল যা খুব বিপদজ্জনক।

 

 

যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। চাষাঢ়া শহীদ মিনারে প্রতিদিন এসব দোকানে খেতে আসে ছোট বড় হাজারও মানুষ। এ গুলো গ্যাস সিলিন্ডার নয় এগুলোকে এক একটি জীবন্ত বোমা বললেও ভুল হবেনা।

 


শহীদ মিনারের পাশে ২৫/৩০টি’র বেশি দোকান রয়েছে পুরো শহীদ মিনার এলাকায় ৫০/৬০টি গ্যাস সিলিন্ডার বোতল আছে। জীবন ঝুঁকিতে দোকানদার ও পথচারী সাধারন মানুষ। গত কিছুদিন আগেও চাষাঢ়া বেইলী টাওয়ারের সামনে দিনের বেলায় হ্যাকার নামে একটি ফাষ্টফুডের দোকানে আগুন লাগে।

 

 

তাতে আতংক ছড়িয়ে পরে পুরো এলাকায় ছড়িয়ে পরে চাষাড়া শহীদ মিনারে পাশে চায়ের দোকানে থাকা লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কিছুদিন আগে চাষাড়া শহীদ মিনারের ছোট গেট এর সামনের দোকানের আগুনের লাগে। কিছু দিন পরে পরে এমন আগুনের ঘটনায়  চাষাড়া শহীদ মিনারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 


প্রতিটি সিলিন্ডারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ উর্ত্তীণ সিলিন্ডার ব্যবহার করলে বিস্ফোরণ হওয়ার সম্ভবনা বেশি থাকে। তরলীকৃত  পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন একটি সিলিন্ডার ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

 

 

১০ বছর হয়ে গেলে এসব সিলিন্ডার ব্যবহার করা নিরাপদ নয়। সিলিন্ডারের গায়ে খোদাই কওে মেয়াদ লেখা থাকে। তাই নেওয়ার আগে ভালো করে দেখে  নেওয়া প্রয়োজন।

 


চাষাঢ়া শহীদ মিনারে ঘুরতে আসা রুবেল নামে এক জনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা চাষাঢ়া আসি ঘুরতে একটু সময় কাটাতে কিন্তু চার পাশে যে সব ফাস্টফুডের দোকান গুলো আছে তার প্রতিটি দোকানে রয়েছে গ্যাস সিলিন্ডার এর বোতল।

 

 

কেউ মানছে না গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম। তারা যে যেভাবে পারছে সে ভাবে ব্যবহার করছে এগুলা তার জন্য জীবন ঝুঁকিতে সাধারন মানুষ। এগুরো হলো জীবন্ত বোমা যদি একটা বোমা ফাটে তাহলে পুরো চাষাঢ়া লাশের নগরীতে পরিণত হবে। তাই গ্যাস সিলিন্ডার খোলা স্থান ও জনজমাগম স্থলে ব্যবহারে সকলে সাবধান হতে হবে। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর