সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শায়েস্তা খান সড়কে যত্রতত্র ময়লার স্তূপ

মেহেরিন জারা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

নারায়ণগঞ্জের কালিরবাজার শায়েস্তা খান সড়কে ভাসমান দোকানের পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এ ময়লা প্রতিদিনই অপসারণের দায়িত্ব থাকলেও দেখা মিলছে না সিটি কর্পোরেশন কর্মীদের। এতে বিপাকে পড়েছেন পথচারী এবং আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা।

 

সরেজমিনে দেখা যায়, ময়লার দুর্গন্ধে পথচারিরা নাক চেপে হাঁটছেন। ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে রাস্তার পাশে ময়লা আবর্জনা বিচ্ছিন্নভাবে রয়েছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী চাকরিজীবী-ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।

 

ফুটপাত দখল করেও বসেছে সারি সারি অস্থায়ী ভাসমান দোকান। সেখানকার এক পথচারী শ্যামল দাস বলেন, এভাবে প্রতিদিন রাস্তার উপরে ময়লা পড়ে থাকে, দেখার কেউ নেই। তিনি আরও বলেন, শুনেছি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ময়লা-আর্বজনা পরিষ্কার করার কথা, কিন্তু তাদের লোকজনদের এখানে খুব কম আসতে দেখা যায়।

 

নারায়ণগঞ্জ হাই স্কুলের শিক্ষার্থী মো.আকাশকে জিজ্ঞাসা করলে তিনি জানান, রাস্তার ময়লার কারণে হাঁটাই যায়না। ময়লা-আর্বজনার গন্ধে চরম ভোগান্তি নিয়ে চলাফেরা করতে হয় আমাদের। কর্মচারি ও পথচারীরা নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ তদারকি না থাকায় দূর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

 

 কোনো কোনো জায়গায় রাস্তার পাশে আবার কখনো রাস্তার উপরেই ময়লার স্তূপ করা হচ্ছে। বৃষ্টি হলে এসব বর্জ্য আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এ কারণে বিভিন্ন আবাসিক এলাকার লোকজন তাদের গৃহস্থালির ময়লা-আবর্জনাও সেখানে ফেলছে। এই এলাকায় বেশিরভাগ অবৈধ্য দোকানপাটগুলো গড়ে উঠায় ময়লার স্তূপ পরিষ্কার করা দুরুহ হয়ে পড়েছে। 

 

অভিযোগ রয়েছে, বড় রাস্তার পাশ থেকে আবর্জনা অপসারণের জন্য সিটি কর্পোরেশন দায়িত্ব থাকলেও শাখা সড়ক ও অলিগলি থেকে আবর্জনা অপসারণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে অনেকেই তাদের সেবা না নিয়ে ময়লা যত্রতত্র ফেলে।

 

এ বিষয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পালকে মুঠোফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করে নি।এসএম/জেসি 

 

এই বিভাগের আরো খবর