রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শেষ মুহুর্তের কেনাকাটায়  যানজটে ভোগান্তি

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  


 

ঈদের শেষ কেনাকাটায় ব্যস্ত নগর বাসী। ঈদ যতই এগিয়ে আসছে ততই মার্কেট মুখী হচ্ছে মানুষ। ব্যয বহুল বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকান গুলোতে জমে উঠেছে বেচা কেনা। এই ঈদের কেনাকাটা কে কেন্দ্র করে যানযটের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। কারো বাড়ি ফেরার তারা নয়তোবা কেউ শেষ প্রস্তুতি নিতে ব্যস্ত।
 

 

সন্ধার পর পর মানুষ ঈদের শেষ কেনা কাটা করতে মার্কেটে আসলে ভিড় বাড়ে যার ফলে মানুষকে পড়তে হয় যানজটের কবলে। ফুটপাতের দোকানের কারণে মানুষ চলাচলের জন্য বেছে নিচ্ছে রাস্তা, আর রাস্তায় নামলে পড়তে হয় যানযটে। সন্ধার পর ইফতার সেড়ে একটু বিশ্রাম নিয়ে সবাই বের হয় ঈদের কেনাকাটা করতে। নগরীর  ব্যস্ততম সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে যান বাহনের কারণে পোহাতে হচ্ছে সীমা হীন দুর্ভোগ।

 


গতকাল সরেজমিনে দেখা যায়, ২নং গেট থেকে চাষাড়া পর্যন্ত গাড়ির লম্বা লাইন। প্রায় থেকে থেকে গাড়ি এগোচ্ছে। আর ফুটপাতে ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ভির। ভির ঠেলে সামনের দিকে এগোর কোনো উপায় নেই।

 


পরিবার নিয়ে ঈদের কেনা কাটা করতে মিন্টু জানান, কালকে বেতন পেয়েছি তাই আজ পরিবারের জন্য মার্কেট করতে এসেছি। সবার পছন্দ মতো কেনাকাটা করতেও অনেক সময় লাগে তবে যেই অবস্থা দেখে মনে হচ্ছে না খুব তারা তারি শেষ করে বাড়ি যেতে পাড়বো।

 


মূল সড়কে একজন পথচারীকে প্রশ্ন করলে তিনি বলেন, ফুটপাত দিয়ে হাটতে গেলে সামনের দিকে এগোতে পারছি না তাই রাস্তা দিয়েই হাটছি । আমার খুব জরুরি কাজ আছে তাই একটু তাড়াহুরা করে যাচ্ছি।

 


সড়কের যানজটের কারণ সর্ম্পকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুলআমিন সাগর বলেন, সড়কে যানজট অনেক বাড়েছে । কিন্তু আমরা এটা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছি। আর ঈদ উপলক্ষে মানুষের ভিড় অনেক বেড়েছে তাই একটু যানজটের সৃষ্টি হচ্ছে তবে দু এক দিনের মধ্যে পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে।

 

 

আর আমাদের শহরের বড় বড় মার্কেট গুলোতে পার্কিং এর কোনো জায়গা নেই তাই গাড়ি গুলো সব সড়কের উপড় দাড়িয়ে থাকে। যার ফলে যানজটের একটু মাত্রা একটু বেশি। আমি নিজেও দের ঘন্টা বসে থেকে তারপর এসেছি।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর