শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৪ ১৪৩১

শ্রদ্ধা-ভালবাসায় না’গঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২  

 

নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জের মানুষ। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতার ৫১ বছর পর শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে অনুষ্ঠান মালা শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসে উপলক্ষে চাষাঢ়ার বিজয় স্তম্ভে অনুষ্ঠান শুরু হয়। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের পুষ্পস্তাপক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জেলা সদরে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

দুপুর ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধন দেওয়া হয়। শহরের সকল সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, শিশুসদন, এতিমখানা ও সরকারি আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান হয় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

 

আর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাপ্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর দুই নাম্বার রেলগেটে অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, আমাদের সময়টা খুব কঠিন যাচ্ছে। আমাদের সতর্কতা সহিত কথা বলতে হবে ও প্রচারণা চালাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে আমাদের সামনের দিকে এগুতে হবে।

 

এখন দল করতে হবে নি:স্বার্থভাবে। দল থেকে কি পেলাম, কি পেলাম না ওই চিন্তা না করে নি:স্বার্থভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। মেয়র বলেন, এমন কোনো জেলা পাবেন না যেখানে আওয়ামীলীগের নেতৃত্বে কাজ হয় নাই। এতো টাকার উন্নয়ন করার পরও আমাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগন্ডা চালানো হচ্ছে এগুলো সঠিক নয়। এর কারণ হচ্ছে ছোট ছোট এন্ট্রি আওয়ামীলীগ, জামাত, শিবির-বিএনপি চক্রান্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য সকল ধরণের ষড়যন্ত্র করছে। সুতরাং আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও শেখ হাসিনার কর্মী নিশ্চই আমরা সকল ভয়ভীতীতে অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবো।

 

নেতাকর্মীদের সর্তকতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সামনের সময়গুলোতে আমাদের ধৈর্য্যের সহিত মোকাবেলা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যারা আওয়ামীলীগ করে ও তৃনমূলের আওয়ামীলীগ যারা রয়েছে তাদের সেই মনোবল ও চাঙ্গা সব কিছুই আছে। নেতাকর্মীদের জন্য অনেক সময় আমাদের অনেক কথা শুনতে হয়। এটা সব দলে আছে, সব জায়গায় আছে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

এছাড়া বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়নগঞ্জ জেলা, মহানগর, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, বিএনপি জেলা, মহানগর, যুবদল, ছাত্রদল, জাসদ, বাসদ, সুজন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, সমমনা, ছাত্র ফেডারেশন,ব্যাংক কর্মচারী, বীমা কোম্পানি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ, সাংস্কৃতিক জোট, খেলাঘর, নাট্যকর্মী জোট, নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর