রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

সংবাদমাধ্যমগুলো থেকে চার্জ কাটবে না গুগল 

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: করোনাভাইরাস সংকট চলাকালীন গুগল তাদের অ্যাড সার্ভিস বা বিজ্ঞাপন প্রদানকারী ব্যবস্থার জন্য সংবাদমাধ্যমগুলো থেকে যে চার্জ মওকুফ করা হবে বলে জানিয়েছেন গুগল। 


এই সংকটের সময়, বিশ্বের অন্যান্য ছোট-বড় শিল্প ক্ষেত্রগুলোর মতো সংবাদ সংস্থাগুলোও আর্থিকভাবে চাপে রয়েছে। খবরের কাগজ এবং বৈদ্যুতিক সংবাদসংস্থাগুলোর পক্ষে এই অবস্থায় অন্যান্য সংস্থার থেকে বিজ্ঞাপন জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই বিজ্ঞাপন প্রদানের মাধ্যমেই সংবাদসংস্থাগুলো আয় করে থাকে।


অন্যদিকে গুগল অ্যাডস-এর মাধ্যমে বিজ্ঞাপন পেয়ে থাকে ডিজিটাল মাধ্যমে সংবাদ সংস্থাগুলো এবং এর বদলে নির্দিষ্ট কিছু টাকা চার্জ হিসাবে গুগলকে দিতে হয়। প্রতি হাজার ভিউয়ের জন্য গুগল অ্যাডস থেকে যেমন সংবাদ ওয়েবসাইটগুলো টাকা পেয়ে থাকে, ঠিক তেমনই তার অংশ দিতে হয় গুগলকে। তবে এই করোনা পরিস্থিতিতে গুগল ঘোষণা করে, এই সার্ভিসের জন্য সংবাদ সংস্থাগুলোর থেকে এই টাকা নেওয়া হবে না।
 

এই বিভাগের আরো খবর