সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সরকারি নিয়ম মানছেনা না’গঞ্জের মার্কেটগুলো

নুরুন নাহার নিরু

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

 


বিদ্যুৎ ও জ্বালানি বাচাতে রাত ৮টার পর সারাদেশে দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার। ১৬ জুন (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে  চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিশ^ব্যাপী জ¦ালানির অব্যহত মূল্যবৃদ্ধির কারনে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ে পদক্ষেপ  গ্রহনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।


তবে এর সম্পূর্ণ ভাবে নিয়ম পালন করছেন না অনেকেই  সরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ কালিরবাজার শায়েস্তা খান রোড, সিরাজউদ্দৌলা রোড সহ  বঙ্গবন্ধু সড়ক (ডিআইটি) কিছু কিছু দোকান ৮টার মধ্যে বন্ধ করলেও অনেকই সাড়ে আটটা পাড় হচ্ছে কিন্তু দোকান বন্ধ করছে না । আবার দেখা যায় অনেক দোকানের একপাশের সার্টার ফেলে বিক্রির উদ্দ্যেশে কাস্টমারদের ডাকছেন।


রাত সাড়ে আটটা পার হয়ে যাচ্ছে দোকান কেন বন্ধ করছে না এমন প্রশ্নের জবাবে শায়েস্তা খান রোডের একজন দোকানদার বলেন, হিসেব নিকেশ করতে করতে রাত সাড়ে আটটা পার হয়ে যায়। আর আমি আমার দোকানের যে লাইট গুলোতে বেশি বিদ্যুৎ অপচয় হয় সেসব লাইট অফ করে দিয়েছি।    

 

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির  সহ-সভাপতি ও সায়েম প্লাজার সভাপতি হাজী হাসান ইমাম জানান, পুলিম প্রশাসন যদি সঠিক ভাবে মার্কেট গুলো প্রতি খেয়াল রাখতো তাহলে মার্কেটের দোকান গুলো খোলা রাখতো না দোকানদাররা।

 

তিনি আরো বলেন, ফুটপাতের দোকানদাররা যদি রাস্তায় অবৈধ বিদ্যুৎ জ¦ালিয়ে দোকানদারি না করতো তাহলে বিদ্যুৎ আরো সাশ্রয় হতো। তারা যদি রাস্তায় আটটার পরেও দোকানদারি করে পুলিশ তখন তাদের কোনো রকম বাধা দেয় না। তিনি বলেন মার্কেট গুলোতে ঠিক মতো পুলিশি টহল বাড়াতে হবে ও দোকানদারদের সচেতন হতে হবে।এমই/জেসি

এই বিভাগের আরো খবর