বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সাংবাদিকদের মাঝে ঐক্যের বিকল্প নেই : বিটু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪  


বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফটো সাংবাদিকরা বহু চ্যালেঞ্জের মুখে উপনীত হয়। জীবনের ঝুঁকি নিয়েও ফটো সাংবাদিকরা ছবি তুলে থাকেন। গণমাধ্যমের অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলো সেই সাংবাদিকদেরই সংগঠন। এটি একটি পরিবার। সংগঠনের সবাইকে একে অপরের সাথে সৌহার্দপূর্ন সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’

 


বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (৩০ নভেম্বর) বাদ মাগরিব চাষাড়া শহীদ মিনার সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

 

 

অনুষ্ঠান প্রসঙ্গে শফিউদ্দিন আহমেদ বিটু বলেন, ‘বিভিন্ন জাতীয় দিবসে নিজেদের সন্তানদের নিয়ে এ ধরনের প্রতিযোগীতার আয়োজন করা হলে ফটো জার্নালিস্টদের পরিবার পরিজনের মধ্যে সুসর্ম্পক গড়ে উঠবে। যেহেতু এই সংগঠনের সকলেই এক পরিবারের সন্তানের মত, সেহেতু এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকলে উৎসব উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে।’  

 

 

এসময় ফটো বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের প্রতি খোঁজ খবর রাখারও অনুরোধ করেন তিনি।      

 

 

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

 

 

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ফতুল্লা ডক্টরস ডায়গনিস্টিক সেন্টার এর চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি ও কমিটির নির্বাহী সদস্য মাহমুদ হাসান কচি, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার সম্পাদক মোঃ শহিদ হোসেন।

 

 

সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাধারন সম্পাদক কে এইচ মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ ও সদস্য মাহবুবুর রহমান খোকা। চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠানের পূর্বে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যদের মরহুম পিতা-মাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক।   এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর