শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সাংস্কৃতিক জোটের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৫ মে ২০২১  

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলা ২৫ বৈশাখ (৮ মে) শনিবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মবর্ষ উপলক্ষে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেছে।

বাঙালির শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সংগ্রামের বড় একটা জায়গা জুড়ে আছেন রবীন্দ্রনাথ ও নজরুল। বাঙালির মন-মমন ও রুচি-অভিরুচির গঠনে রয়েছে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের অধিকার-স্বাধিকারের আন্দোলনে বিভিন্ন সময় তাঁরা অনুপ্রেরণা যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন।

আগামী ২৫ বৈশাখ ১৪২৮ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মবর্ষ। এ উপলক্ষে ঐ দিন ৮ মে ২০২১ শনিবার সকাল ১১টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেছে।