রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

সাইফুদ্দিন আহাম্মেদের মৃত্যুতে মাসুদুর রহমান মাসুমের শোক

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের শ্বশুর, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহাম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

এক শোক বার্তায় মাসুম জানান, আমরা পরম করুণাময় আল্লাহ পাকের নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। আল্লাহ-তায়ালা তাকে বেহেস্ত নসিব করুন।

 

উল্লেখ্য, শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউ’তে ইন্তেকাল তিনি করেন। মৃত্যুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

এই বিভাগের আরো খবর