সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সাত দিন গ্যাস থাকবেনা নারায়ণগঞ্জে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

 

৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আগামী ৭ দিন নারায়ণগঞ্জে গ্যাসের স্বল্পচাপ থাকবে। এতে চলমান গ্যাস সংকট আরও ঘনিভূত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। জেলাটিতে গ্যাস সরবরাহ করে দেশের রাষ্ট্রীয় কোম্পানি তিতাস গ্যাস কোম্পানি। শনিবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করবে।  

 

 

এ সময়ে তিতাস গ্যাসের অধীভূক্ত মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং ফতুল্লা এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হবে। লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস জানিয়েছে।গ্যাসের ঘাটতির কারণে বর্তমানেই তিতাসের অধিকাংশ এলাকায় দিনের একটা বড় অংশ সময়ে গ্যাস থাকে না।  বাসা বাড়িতে সকাল ৬ টার মধ্যে গ্যাস চলে যায়, আসে রাতে। নারায়ণগঞ্জ এলাকার শিল্পকারখানায় গ্যাস স্বল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে। এর মধ্যে পাইপলাইনের সংষ্কার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
 

এই বিভাগের আরো খবর