বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সিডর রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২০  

সিডরের মতো ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আগামী বুধবার (২০ মে) সন্ধ্যার পর যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি পর্যবেণ করে প্রাথমিকভাবে এ ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। 


বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার (২১ মে) দুপুরের মধ্যে যেকোনো সময় উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও এটি আঘাত হানতে পারে।


রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, সোম ও মঙ্গলবার আরও গতি সঞ্চার করে বুধবার এটি আঘাত হানতে পারে।  তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।  কারণ অনেক সময় ঘূর্ণিঝড় তার শক্তি হারিয়ে ফলে।


আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আম্ফানের শক্তি এখনো ক্যাটাগরি-১ এ রয়েছে।  রাতের মধ্যে ক্যাটাগরি-২ এ পরিণত হতে পারে।  এটি উত্তর- উত্তর  পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় আঘাত হানতে পারে।
 

এই বিভাগের আরো খবর