রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ইলেকট্রনিক্সের শো-রুমে অগ্নিকাণ্ড

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

সিদ্ধিরগঞ্জে 'মাল্টি ইলেক্ট্রনিক্স’ নামের একটি ইলেকট্রনিক্সের শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ অক্টোবর (শনিবার ) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকার এমএস টাওয়ারের অবস্থিত এই শোরুমে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সময় মতো ফায়ার স্টেশনের লোকজন চলে আসায় এবং আগুন নিয়ন্ত্রণ করায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শো-রুমের ম্যানেজার।

 

ঘটনাস্থলে যাওয়া আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিলন মিয়া জানান, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে ধারনা করা হচ্ছে শো-রুমের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে। এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর