Logo
Logo
×

স্বদেশ

সুইট নেশনের চতুর্থতম আউটলেট উদ্বোধন হলো রাজধানী শনির আখরায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

সুইট নেশনের চতুর্থতম আউটলেট উদ্বোধন হলো রাজধানী শনির আখরায়

 

রাজধানীর প্রাণকেন্দ্রে ঢাকার শনির আখড়ার ধনিয়া রোড এলাকায় নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির সবার প্রিয় ব্র্যান্ড সুইট নেশনের চতুর্থতম আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৯ই সেপ্টেম্বর বিকেলে সুইট নেশনের চতুর্থতম শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ কাশেম।

 

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যেক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত।

 

 

 

স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুন্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পদক্ষেপ হিসেবে এই শোরুমের যাত্রা হয়েছে, বলে ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান; সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম।

 

 

 

সুইট নেশনের যাত্রা শুরু হয় প্রথমেই ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রীন বেল ডেইরি রেঞ্চ। প্রথমেই ২০১৮ সালে ডেইরি ফার্ম দিয়ে এর যাত্রা শুরু করা হয়। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়।

 

 

 

জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সাথে সাথে, দ্বিতীয়টি নারায়ণগঞ্জ এর বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে অবস্থিত। তৃতীয় টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউতে অবস্থিত। সর্বশেষ চতুর্থতম আউটলেট করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়া।

 

সুইট নেশনের সব কয়টি শোরুমের ঠিকানা,

১ প্রথমটি নারায়ণগঞ্জের কলেজ রোডের রূপায়ণ টাওয়ারের বিপরীতে।

২- দ্বিতীয়টি নগরীর বঙ্গবন্ধু রোডের গলাচিপার বেনু টাওয়ার নিচ তলায়।

৩- তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুর আসাদ এভিনিতে।

৪- চতুর্থটি ৪৪৬, ধনিয়া রোড শনির আখড়া ঢাকায় অবস্থিত।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন