বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১

সুখে-দুঃখে সর্বদা আমি সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে আছি:জাফর সাদিক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪  

 

মঙ্গলবার ( নভেম্বর, ২০২৪) নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, নারায়ণগঞ্জ জেলার নির্বাচিত নতুন কার্যনির্বহী কমিটির সম্মানিত বীর মুক্তিযোদ্ধদের সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এর সাথে এক মতবিনময় সভায় অংশগ্রহণ করেন।

 

 

উক্ত মতবিনিময় সভায়, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আলহাজ্ব মুহাম্মদ নূর হোসেন মোল্লা, সাংগঠনিক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, নারায়ণগঞ্জ জেলা এর নেতৃত্বে নারয়ণগঞ্জ সদর থানা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আনন্দঘন ও আন্তরিক পরিবেশে এই সভায় অংশগ্রহণ করেন।

 

 

প্রায় অর্ধশতাধিক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার উপস্থিতেতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মুগ্ধ হন। সর্বপ্রথমেই তিনি উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, ‍‍"আমি সুখে-দুঃখে সর্বদা আপনাদের পাশে আছি এবং ইনশা-আল্লাহ্ থাকবো। আমার কাছে যে কোন প্রয়োজনে আপনার নিঃসংকোচে চলে আসবেন। আমি আমার সাধ্য মতো অফিসিয়ালি/বিধি মোতাবেক যতটুকু করার আছে; তার সর্বোচ্চটা করার চেষ্টা করবো। 

 

 

উক্ত সভায় মতবিনিময়কালে, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মুক্তিযোদ্ধাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গসহ সকল সামাজিক পরিস্থিতি সর্ম্পকে অবগত হন।

 

 

বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার শেষ পর্যায়ে তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমি শ্রদ্ধেয় পিতা ও একজন বীর মুক্তিযোদ্ধা। পরিশেষে, তিনি নারায়ণগঞ্জ জেলা তথা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

 

 

উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছার হুসেইন (রনী), আহবায়ক নারায়ণগ্ঞ্জ জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, এবং সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এবং নারায়ণগ্ঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আশিয়ান বিন কাশেম এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রায় শতাধিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  এন. হুসেইন রনী / জেসি

এই বিভাগের আরো খবর