রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

সুদীর্ঘ ৪০ বছর যাবৎ সাহরী খাওয়ার জন্য ডাকেন শামীম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  


সুদীর্ঘ ৪০(চল্লিশ)  বৎসর যাবৎ পবিত্র মাহে রমজান উপলক্ষে আমলাপাড়ার কৃতি সন্তান, জনদরদী জনাব মোঃ শামীম রোজাদার মুসলমান ভাই ও বোনদের সেহরি খেয়ে রোজা রাখার জন্য রিক্সায় মাইক বসিয়ে আমলাপাড়া, উকিলপাড়া, কালির বাজার সহ তিনি তার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এ মহতি উদ্যোগটি হাতে নিয়েছেন। তার এই মহতী কাজে সহযোগিতা করেন সাইফুর ইসলাম নামের এক হৃদয়বান ব্যক্তিসহ শাকিল, বাবু ও রাজা নামের আরো তিন উদ্যোগী জনসেবী। 

 

 

পবিত্র রমজান মাসে তার এই কাজটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এই বিষয়ে জনাব শামীমের শহীদ যোগাযোগ করলে সে আক্ষেপ করে জানায় যে করোনায় তার এই মহতী কাজের বিঘ্ন ঘটেছে।

 

 

এই এলাকার ধনী, গরিব সকল সম্প্রদায়ে ধর্মপ্রান ব্যক্তিগণের নিকট বিশেষভাবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিবছর এরকম মহতী ও  নেক  কাজের সাথে যুক্ত থেকে জনগণের উপকার করে যেতে পারেন এই বিষয়ে সকলের দোয়া প্রার্থী।  এন. হুসেইন রনী /জেসি