শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সুপার সাইক্লোনের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন।


মমতা বন্দোপাধ্যায় বলেন, আম্ফানের প্রভাব করোনার চেয়েও মারাত্মক। রাজ্যে কমপক্ষে ৭২ জনের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মাটির ঘর একেবারে মিশে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। সড়ক ভেঙে গেছে, ধ্বংস হয়েছে আবাদি জমির ফসল।


তিনি আরও বলেন, ঘণ্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে আম্ফান। এটা কল্পনাও করা যায় না। আম্ফান এমন তাণ্ডব চালাবে তা আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ধারণাও করতে পারেন নাই।আবহাওয়া ঠিক থাকলে, শনিবার দুই ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব।


আম্ফান পরবর্তী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার টুইট করে মোদি  জানিয়েছেন, গোটা ভারত পশ্চিমবঙ্গের পাশে আছে।

 

এই বিভাগের আরো খবর