মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে আবুল হোসেন ও নিজাম উদ্দিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  


সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন তুষার ও সমাজ সেবক নিজাম উদ্দিন রতনের উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাবিবপুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষারের নিজ বাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে ইউপি সদস্য আবুল হোসেন তুষার বলেন, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য। আমরা আমাদের সাধ্য মতো শীতার্ত অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি। আশা করি সমাজের বৃত্তবানরাও শীতার্তদের সহযোগীতায় এগিয়ে আসবেন। 


উক্ত অনুষ্ঠানে আবুল হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবপুর এলাকার সমাজ সেবক হাজী নুরুজ্জামান প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল, রবিউল শেখ প্রমূখ। 

এই বিভাগের আরো খবর