মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

সোনারগাঁয়ে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪  


সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধভাবে দখল করে গড়ে উঠা নিমার্ণাধীন ১টি চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিং সহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ মেঘনাঘাট নদী বন্দর কর্তৃপক্ষ। গতকার বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাট থেকে বৈদ্যোর বাজার এলাকা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।  

 

 

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা। বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে উঠা নির্মাণে ১টি চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিং দিয়ে নদী দখল করা হয়েছিল। সেটি উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর