সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সৌদিতে লকডাউন আরও শিথিল হচ্ছে, খুলছে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২০  

করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউন আরও শিথিল করছে সৌদি আরব। পাশাপাশি আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কার বাইরের সব মসজিদ খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটির সরকার।


মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, ২১ জুন থেকে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সৌদি আরব। আগামী বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া দেশের বাকি সব এলাকায় বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা কারফিউতেও পরিবর্তন আনা হচ্ছে।


সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদেরই কাজে ফেরার অনুমতি দেওয়া হবে। এ ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওমরাহ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকছে।


ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। মারা গেছেন ৩৯৯ জন। আর আক্রান্তদের মধ্যে ৪৫ হাজারেরও বেশি ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

 

এই বিভাগের আরো খবর