মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সৌদি আরবে ভ্যাট ৩ গুন বৃদ্ধি

প্রকাশিত: ১১ মে ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমনের ফলে সৃষ্টি অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে আন্তর্জাতিক বাজারের তেলের দাম অস্বাভাবিক কমে যাওয়ায় মূল্য সংযোজন কর (ভ্যাট) তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।

 

তেলের দাম কমে যাওয়ায় অন্য উৎস থেকে আয় বাড়াতে ২০১৮ সালের প্রথম দিন থেকে সৌদি আরবে ভ্যাট প্রথা চালু হয়েছিল। অধিকাংশ পণ্য ও সেবার ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করা হয়। করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সেটা এবার ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়ালো ১৫ শতাংশে। আগামী ১ জুলাই থেকে তিনগুণ বেশি ভ্যাট কার্যকর হচ্ছে।
 

এই বিভাগের আরো খবর