শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্পেনে লকডাউনের মেয়াদ বাড়ল ২৪ মে পর্যন্ত 

প্রকাশিত: ৭ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে স্পেনের পার্লামেন্ট চতুর্থবারের মতো লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলো। আগামী ২৪ মে পর্যন্ত চলাচল এবং ব্যবসার ওপর লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে। খবর সিএনএনের।


স্পেনের পার্লামেন্ট সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিদ্ধান্তটি পাস হয়। লকডাউন বিপক্ষে ৯৭ ভোট ও লকডাউনের পক্ষে পড়েছে ১৭৮ ভোট। প্রধান বিরোধী পপুলার পার্টির (পিপি) বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিশ্চিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যান।


দেশটির পার্লামেন্টে বিরোধীদল ও ডানপন্থী দুলগুলোর লকডাউনের বিরুদ্ধে তুমুল বিরোধীতা করেছেন। তারা বলছে লকডাউনের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। 


এদিকে লকডাউন শিথিলের পরই স্পেনে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৬৮২ এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন।
 

এই বিভাগের আরো খবর