রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

স্বস্তির বৃষ্টিতেও অস্বস্তিতে নগরবাসী

মেহেদী হাসান

প্রকাশিত: ১৭ মে ২০২৩  


গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেন নগরবাসী। কোথায়ও কোন বাতাস বা বৃষ্টি ছিলো না। সকাল থেকে বিকেল পর্যন্ত ছিলো প্রচন্ড রোদ্র। অবশেষে সারা দিনের তীব্র তাপদাহের পরে রাতে আসে স্বস্তির বৃষ্টি। কিন্তু এ বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তি নয় বরং বয়ে আনে এক অস্বস্তি ও দুর্ভোগ।

 

 

এর কারণ নগরীর বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে চলছে ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ। সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্ন কর্মীরা গত তিন-চার দিন ধরে বঙ্গবন্ধু সড়কের ড্রেনগুলো পরিষ্কার করছে। কিন্তু ড্রেনের ভেতর থেকে ময়লা উঠিয়ে সেটা তারা সড়কের পাশেই রেখে দিয়েছেন।

 

 

সড়কের পাশে ময়লা থাকার কারণে তার উপর দিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের গাড়ি। আর এই গাড়ির চাকার সাথে ময়লা গিয়ে সড়কে হচ্ছে কাঁদার ছড়াছড়ি। গতকাল রাত ৮টায় বৃষ্টি হবার কারণে সড়কের পাশে থাকার ময়লায় পুরো শহর হয় কাঁদার ছড়াছড়ি। এতে ভোগান্তিতে পরেন পথচারীরা। সব মিলে স্বস্তির বৃষ্টির চেয়ে অস্বস্তিই ছিলো নগরবাসীর।

 

 

এ বিষয়ে আলী হোসেন নামে একজন পথচারী বলেন, কয়েকদিন ধরেই শুনছি ঝড়-বৃষ্টি হবে। কিন্তু আমাদের এখানে তা হয়নাই। আজ সন্ধ্যার পর থেকেই হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি জন্য কোন রিকশা পাইনি। তাই হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। কিন্তু এই নোংরা সড়ক দিয়ে হাঁটা যাচ্ছে না। পুরো সড়ক ড্রেনের ময়লা আর্বজনায় ভরা এবং সড়ক থেকে ময়লার দুর্গন্ধ বের হচ্ছে।

 

 

তাই অপেক্ষা করছি একটা রিকশা পেলে তা দিয়ে যাবো। এবিষয়ে সাবিনা নামে একজন গার্মেন্টস কর্মী বলেন, আমি নয়ামাটি এলাকায় কাজ করি। আমার বাড়ি ইসদাইর এলাকায়, আমি প্রতিদিন এই সড়ক দিয়ে হেঁটে কাজে যাই ও রাতে বাসায় যাই। কিন্তু আজ সড়কে অনেক কাঁদা ও দুর্গন্ধ। আমার পায়ের জুতা ও বরকা কাঁদায় নষ্ট হয়ে গিয়েছে।

 

 

বাসায় দিয়ে এখন আবার এই গুলো পরিষ্কার করতে হবে। ড্রানের ময়লাগুলোর কারণে আজ সড়কের এমন অবস্থা। এবিষয়ে মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের লোক ড্রেন পরিষ্কার করছেন, ড্রেনে ময়লা তারা উঠিয়ে সড়কের পাশে রাখছেন।

 

 

এই ময়লার কারণে অনেকের যাতায়াতের সম্যাসা হচ্ছে এবং ক্রেতাদের পায়ের সাথে ময়লা থাকায় আমাদের মার্কেটও নষ্ট হচ্ছে। এছাড়াও মাকের্টের সামনে ড্রেনগুলো পরিষ্কার করার পর পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের স্লাব লাগায় নি, এতে অনেকেই ড্রেনের মধ্যে পরে জামা-কাপর নষ্ট করছেন। এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর