Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

এবার প্রজ্ঞাপনের মাধ্যমে কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

এবার প্রজ্ঞাপনের মাধ্যমে কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি

কবি কাজী নজরুল ইসলাম

Swapno

অবশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকেই তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়।



এর আগে গত ৫ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।



কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমণ্ডির ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। বাংলাদেশের জনগণ তাঁকে তাঁর ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ প্রত্যাশা অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন