ফজলুর রহমানের মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ মে ২০২১, ১০:২০ পিএম
প্রবীন সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি ফজলুর রহমান (৬৮) আর নেই। রোববার (২৩ মে) সন্ধ্যা সাতটা দশ মিনিটে নিজ বাসভনে তিনি মুত্যু বরন করেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
ফজলুর রহমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়েনের সকল সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, সাধারন সম্পাদক যমুনা টেলিভিশন ও বাংলাট্রিবিউনের নারায়ণগঞ্জ স্টাফ রির্পোটার আমির হুসাইন স্মিথ গভীর শোক প্রকাশ করেছেন।
সদালাপি ফজলুর রহমানের আকসিক মৃত্যুতে নারায়ণগঞ্জবাসি একজন ভালো মানুষকে হারালো। যা সাংবাদিক সমাজের জন্য এক অপুরনীয় ক্ষতি। ফজলুর রহমানের পরিবারের সদ্যসরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এ জন্য তারা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন।