Logo
Logo
×

নাগরিক সাংবাদিকতা

প্রয়াত সাংবাদিক পরিবারকে নাঃগঞ্জ প্রেসক্লাবের অনুদান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:২৫ পিএম

প্রয়াত সাংবাদিক পরিবারকে নাঃগঞ্জ প্রেসক্লাবের অনুদান

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত স্থায়ী সদস্য ফজলুর রহমানের পরিবারকে প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা মরনোত্তর অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। বুধবার বিকেলে নগরীর নয়ামাটি এলাকায় ফজলুর রহমানের ফ্ল্যাটে গিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য্যকরি কমিটি এ অনুদান প্রদান করেন। 


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, রুমন রেজা, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কার্য্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান বহুতল ভবন নির্মাণে ফজলুর রহমানের অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরন করি।


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক খবরের জেলা প্রতিনিধি ফজলুর রহমান গত ২২ মে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি চার মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বিভিন্ন রোগে ভ‚গছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন