প্রয়াত সাংবাদিকদের মাগফেরাত কামনায় দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১০:২১ পিএম
নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফটো সাংবাদিক প্রয়াত তানভীর আহম্মেদ রনি, সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান নয়ন ও নাদিম আহমেদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট ) ফতুল্লার খা-পুর বিলাসনগর এলাকায় নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম আলীর আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফটো সাংবাদিক প্রয়াত তানভীর আহম্মেদ রনি, সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান নয়ন ও নাদিম আহমেদের রুহের মাগফেরাত কামনায় এ মিলাদ ও দোয়া মিলাদ পরিচালনা করেন, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওলিউল্লাহ। দোয়া শেষে পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মোঃ শ্যামল, সাধারন সম্পাদক মোঃ সবুজ, সাবেক সভাপতি মো.মাহমুদুল হাসান কচি, নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল, সাধারন সম্পাদক মোঃ উজ্জল হোসাইন, সিনিয়র ফটো সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাপ্পু ভচ্রাচার্য্য, মোঃ কাইয়ুম খান, নিউজএটুজেড২৪.কমের সম্পাদক মোঃ রফিকুল্লাহ রিপন, মোঃ বদরুজ্জামান রতন, সাংবাদিক আবদুল মান্নান, গাফ্ফার হোসেন লিটন, আলি হোসেন টিটু, সোনালী আক্তার ও মোঃ সাগর প্রমূখ।