Logo
Logo
×

নাগরিক সাংবাদিকতা

ক্র্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তমাল ও বাদশাহ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ক্র্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তমাল ও বাদশাহ

ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশাহকে সমর্থকদের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এমএম বাদশাহ। ১০ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণের মাধ্যমে অপরাধ বিষয়ক সাংবাদিকদের এই সংগঠনটির নতুন নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।



এবারের নির্বাচনে মোট ২৯৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৮৬ জন। নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এমএম বাদশাহ পেয়েছেন ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট।


এ ছাড়া সহসভাপতি পদে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উমর ফারুক আলহাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট। আইন ও কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী শেখ কালিমউল্যাহ পেয়েছেন ১১৬ ভোট।



অন্যদিকে দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিয়া খান, ইমরান রহমান ও মোহাম্মদ জাকারিয়া।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন