Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

নারায়ণগঞ্জে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে

সদর উপজেলার ফতুল্লার ভূইগড় জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দমুখর অনুষ্ঠানে বিনামূলের সরকারী বই স্কুল পর্যায়ে শিক্ষকদের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের বিনামূল্যের বই স্কুল পর্যায়ে বিতরণ শুরু হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দমুখর অনুষ্ঠানে বিনামূলের সরকারী বই স্কুল পর্যায়ে শিক্ষকদের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।


এ সময় নারায়ণগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খনম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগমসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।   জানা গেছে, নারায়ণগঞ্জের ৫টি উপজেলার জন্য সরকারী-বেসরকালী  প্রাথমিক বিদ্যালয়ের এবারের বইয়ের চাহিদা প্রায় ৩লাখ ১৪ হাজার। ইতিমধ্যে ২ লাখ ৩২ হাজার বই উপজেলা পর্যায়ে পৌছে গেছে। প্রাপ্ত বই উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে  ইতিমধ্যে স্কুলের শিক্ষকদের মাধ্যমে স্কুল পর্যায়ে পৌছে গেছে।


 শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এখনো নারায়ণগঞ্জের  প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেনীর সব বই ছাপাখানা থেকে সরবরাহ করা হয়নি। যে কয়েকটি বিষয়ে বই পাওয়া গেছে তা-ই স্কুল পর্যায়ে পাঠানো হয়েছে। বাকী বই কয়েকদিনের মধ্যে স্কুল পর্যায়ে পৌছানো সম্ভব হবে বলে কর্মকর্তারা।  কর্মকর্তারা জানান, এবার কোন শিক্ষার্থীকেই  প্রথম দিন নতুন ছাড়া স্কুলে যেতে হবেনা। সব ছাত্র-ছাত্রী  প্রথম দিনই নতুন ব্ি হাতে নিয়ে স্কুলে যেতে পারবে। তবে সব শ্রেনীর সব বই পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন