হোসিয়ারি সমিতির নির্বাচনে বিএনপির নেতাদের লড়াই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে মধ্যে বিএনপি নেতাদের ভোট লড়াইয়ে প্রস্তুত হচ্ছে হোসিয়ারি ব্যবসায়ীরা।
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে মধ্যে বিএনপি নেতাদের ভোট লড়াইয়ে প্রস্তুত হচ্ছে হোসিয়ারি ব্যবসায়ীরা। এরই মধ্যে ভোটযুদ্ধে প্রস্তুতিতে মনোয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনারের কাছে। তার মাঝে হোসিয়ারি সমিতি নির্বাচনে ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়। ২০২৫-২০২৭ বাংলাদেশ হোসিয়ারি সমিতি নির্বাচনে বিএনপি নেতারা প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন। কিন্তু ক্ষমতাচ্যুত দলের গডফাদার শামীম ওসমান বিগত সাড়ে ১৫ বছর ব্যবসায়ী সংগঠনে জাকজমক ভাবে কোন নির্বাচন হতে দেয় নাই। অভিযোগ রয়েছে তারা একটি রুমের ভিতর টেবিলে বসে কমিটি গঠন করতেন। যা জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বদৌলতে পরিবতর্ন হয়েছে। হোসিয়ারি সমিতির নির্বাচনে এখন জাকজমক ভাবে নির্বাচন হতে যাচ্ছে। আর এতে করে দীর্ঘ দিন পর ব্যবসায়ীরা তাদের পছন্দের ব্যক্তিকে বেচে নিতে যাচ্ছেন।
এদিকে বাংলাদেশ হোসিয়ারি সমিতি নির্বাচন নিয়ে প্রার্থী থেকে শুরু করে ভোটারদের মাঝে উৎসব আমেজ তৈরী হয়েছে। সেই সাথে ভোটের আমেঝ ফিরে আসছে বলে মনে করেন ব্যবসায়ী মহল। তাছাড়া কিছু দিন আগেও জ¦াকজমকভাবে নারায়ণগঞ্জ ক্লাবের ভোটের মাধ্যমে দীর্ঘদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছে। একই ভাবে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনেও ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে চান।
অপরদিকে জানা যায়, মনোনয়ন জমা ও বাছাই পক্রিয়া শেষ হয়েছে। ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাইয়ে টিকে রয়েছেন, হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু প্যানেলের পুরো ১৮ জন। আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, আতাউর রহমান, মো. মিজানুর রহমান, আলহাজ্ব মো. মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো. মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো. নাসির শেখ, মো. বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ। অন্যদিকে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাদের মাঝ থেকে বাছাই পর্বে বাদ পড়েছেন জেনারেল গ্রুপের আল-আমিন প্রধান ও এসোসিয়েট গ্রুপের ইবনে মোঃ আল কাওছার। যারা মনোনয়ন বাছাইয়ে বৈধ রয়েছেন- তারা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন।
তাদের মাঝে হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি ও যুবদলের সাবেক- নেতা ছিলেন বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, যুবদল নেতা হাজী মো. শাহীন, যুবদল নেতা পারভেজ মল্লিক। অন্যদিকে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম প্যানেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য মো. আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ও ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার খন্দকার।
দলয়ি সুত্রমতে,দুই প্যানেলের পিছনে রয়েছেন মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। মূলত বিগত ২০ বছর যাবৎ দেওভোেগ কেন্দ্রিক সংগঠনের রূপ নিয়েছে হোসিয়ারি সমিতি। বিগত কমিটিগুলোতে দেওভোগের রাজনৈতিক দলের নেতারা বিনাভোটে দায়িত্ব পেয়ে ছিলেন। এবারো নির্বাচনে দেওভোগের রয়েছেন বদিউজ্জামান বদু নেতৃত্বে প্যানেল হওয়ার তাদের বিরোধী নেতারা স্বতন্ত্র প্যানেলে ভোট যুদ্ধে লড়াইয়ে নেমেছে।
বিগত বছরগুলোতে হোসিয়ারি সমিতিকে দূর্বল করা হয়েছে সেগুলো সচল করার ঘোষণা দিয়েছেন বদিউজ্জামান বদু। অন্যদিকে হোসিয়ারি সমিতিকে ব্যবসায়ীদের সংগঠনের রূপে নেয়া হবে বার্তা দিয়েছেন স্বতন্ত্র প্যানেলের আওলাদ হোসেন। একই সুরে হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন হোসিয়ারি সমিতির শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন দিদার খন্দকার।
উল্লেখ্য বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে গত বুধবার ১ জানুয়ারিতে। আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর দুই সপ্তাহ পর ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশের মাধ্যমে ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।