Logo
Logo
×

নগর জুড়ে

ওসমানরা পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনো সক্রিয় : এড.মাসুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ওসমানরা পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনো সক্রিয় : এড.মাসুম

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম

 নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, প্রতি মাসে আমরা ত্বকীর বিচার চাই। আমরা বলেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। স্বৈরাচার বিদায় হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। বিশিষ্ট বুদ্ধিজীবী আসিফ নজরুল এবং একজন সেনা কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। সরকার গঠনের পর তারা ত্বকী হত্যার তদন্ত শুরু করে, ৫ জনকে গ্রেপ্তারও করে, কিন্তু এরপর আবার নিস্কিয় হয়ে গেছে র‌্যাব। তদন্তের কাজ শেষ, চার্জশীট দেওয়া হয়েছিল। যদি প্রকৃত খুনি শামীম এবং অয়ন ওসমানকে অন্তর্ভুক্ত করে চার্জশীট দেওয়া হয়, তাহলে তা আদালতে যাবে এবং আদালতে প্রমাণ সাপেক্ষে রায় হবে। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু এখন আর তা দেখতে পাচ্ছি না।


গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত আলোকপ্রজ্জলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওসমানরা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো নারায়ণগঞ্জে সক্রিয়। চেম্বার অব কমার্সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। সেলিম ওসমান এবং মোহাম্মদ আলী যেভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নির্বাচন করতেন, সেই সংস্কৃতি এখনো চলছে। এসব দোসররা নারায়ণগঞ্জকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রশাসনকে বলেছিলাম, তদন্ত করুন এবং এসব দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। ত্বকী হত্যার বিচারের জন্য আমরা বারবার আবেদন করছি, কিন্তু যদি সরকার ও প্রশাসন এদের ম্যানেজ করে, তবে বিচার পাওয়া অসম্ভব। আমরা রাজপথ ছাড়বো না, সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবো। পুলিশদের উদ্দেশ্য বলেন, আপনারা ওসমানদের দোসরদের থামান। গোয়েন্দা সংস্থা দিয়ে তাদের অপতৎপরতা ঠেকান। না হলে নারায়ণগঞ্জ আবার অশান্ত হয়ে যাবে। তিনি আরো বলেন, সরকার আজ নিষ্কিয়, আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। ৬ মাস হয়ে গেছে, ওসমানদের একজন দোসরকেও গ্রেপ্তার করা হয়নি। দোসররা ঘুরে বেড়াচ্ছে, খোলস পাল্টে অন্য দল করছে। এসব আপনারা দেখছেন না? এই না দেখার মাসুল আপনাদের দিতে হবে। এ সময় সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সহ-সভাপতি মনি সুপাস্থ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সিপিবির শহর সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, বাসদের সংগঠক প্রদীপ সরকার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন