Logo
Logo
×

নগর জুড়ে

রাস্তা প্রশস্তকরণের সাথে চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ করার দাবি

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

রাস্তা প্রশস্তকরণের সাথে চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ করার দাবি

বায়তুল আমান ভবনটি ভাঙা যাওয়ায় এটিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, দীর্ঘ কয়েক যুগ ধরেই এই ভবনটি নারায়ণগঞ্জবাসীর জন্য হয়ে উঠেছিল গলার কাঁটা। কারণ এই ভবন ঘিরে দখলে ছিল নারায়ণগঞ্জ প্রাণকেন্দ্র চাষাড়ার ফটকের অধিকাংশ ভূমি। যার কারণে নগরীর প্রবেশ মুখেই ছিল রাস্তা সরু। যার কারণে সময়ে সাথে পাল্লা দিয়ে তীব্রতর হচ্ছিল যানজট এবং সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এ যাবৎকালে চাষাড়ায় বেশ কয়েকটি লোমহর্ষক দূর্ঘটনা ঘটেছে যেখানে বরাবরই এই ভবনটিকে দায়ী করে অপসারণের আলোচনা এবং আন্দোলন হলেও আওয়ামীলীগের জন্মস্থানের বাড়ি অযুহাতে এবং খান সাহেব ওসমান আলীর বাড়ি হওয়াতে তার নাতি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভয়ে এই ভবনটি ভাঙার বিষয়টি কেউ মুখ ফসকে উচ্চারণ করত না। যদিও এই ভবনের বর্তমান বাসিন্দাদের সাথে শামীম ওসমানের গোটা পরিবারই দুরুত্ব রেখে চলতো। রাইফেল ক্লাব এবং বায়তুল আমান ভাঙার ব্যাপারে সরকারিভাবে প্রক্রিয়াধীন ছিল। তবে হুট করে এইভাবে ভেঙে ফেলায় এটি নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।  



সূত্র বলছে, যুগ যুগ ধরেই নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাড়ায় একটি ওভার ব্রিজের আর্তনাদ ছিল। কেননা এই একটি মাত্র ওভার ব্রিজের কারণে বহু মানুষের জীবন গিয়েছে এবং জানমালের ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া যুগ যুগ ধরে নারায়ণগঞ্জ যানজটের নগরীতে পরিণত হওয়ার লক্ষ্যে একমাত্র কারণ ছিল এই ভবনটিকে ঘিরে। কারণ এই ভবনটি নির্মিত করেছিলেন নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী। এছাড়া ওসমানদের দাবি ছিল তার দাদা নির্মিত এই ভবনটিতেই জন্ম নিয়েছিল আওয়ামীলীগ। অথচ, আওয়ামীলীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতারা বরাবর বর্ণনা করে বলেছিলেন এবং বঙ্গবন্ধুর লেখ অসমাপ্ত আত্মজীবনী ও গোয়েন্দা নথিপত্রে উল্লেখ রয়েছে, বায়তুল আমানে সভাটি হওয়ার কথা থাকলেও ১৪৪ ধারা জারি করায় ওইদিন সভাটি হয়েছিল মিউচুয়েল ক্লাবে। আওয়ামী লীগের  কমিটি ঘোষণা করা হয়েছিল রোজ গার্ডেনে। আওয়ামীলীগের জন্মস্থান বাড়ি উল্লেখ করে দখলে রেখেছিলেন নারায়ণগঞ্জের স্বৈরশাসক পরিবার ওসমান পরিবার যুগ যুগ। গতকাল বায়তুল আমান ভাঙার পর থেকে এই স্বৈরশাসক পরিবারের সাঁজানো আওয়ামীলীগের জন্মস্থান বাড়ি নয় এটাও প্রমাণিত হল বিক্ষুপ্ত জনতার মাধ্যমে বাড়িটি নিশচিহ্নর হওয়ার মধ্য দিয়ে। তবে এই ভবনটি ভাঙার সাথে সাথে নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতির আমূল পরিবর্তন এবং জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে নিস্তারের লক্ষ্যে বহুল কাঙ্খিত একটি ওভার ব্রিজ নির্মিত হতে পারে। এদিকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের উত্তর ও দক্ষিণ বলয়ের নেতারা মিউচুয়েল ক্লাব ও বায়তুল আমান আওয়ামীলীগের জন্মস্থান এই দাবি নিয়ে প্রায়ই বাকযুদ্ধে লিপ্ত হতেন সেই বাকযুদ্ধেরও সমাপ্তি ঘটেছে।


প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বায়তুল আমান । সন্ধ্যার পরপরই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাড়া এলাকার আসেন বায়তুল আমানের সামনে। পরবর্তীতে আগুন দেয়া হয় ভবনে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করে ভবনটির অধিকাংশ অংশ ভেঙে দেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন