Logo
Logo
×

নগর জুড়ে

আইন কলেজের ভঙ্গুর পরিস্থিতি দেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

আইন কলেজের ভঙ্গুর পরিস্থিতি দেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Swapno

নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।  বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি। এসময় দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে তিনি কলেজ উন্নয়নের আশ্বাস দেন।

তার আগে দুপুরে অধ্যক্ষের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করে কলেজ উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান।

বিকেলে জেলা প্রশাসক কলেজ পরিদর্শনে আসেন। কলেজ প্রাঙ্গণে যাবার পর কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা  জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন। পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কলেজের ভবন, শ্রেণিকক্ষ ও কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন। দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন।

কলেজের শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় কলেজের শিক্ষার্থীদের পক্ষে ছাত্র নেতা ফারহানা মানিক মুনা ও মো. শাহেদ হোসাইন, তাহমিনা আক্তার দোলা, মুন্নি সরদার, নুরুন্নাহার তিন্নি, কামরুন্নাহার স্মৃতি জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, কলেজের নতুন ভবন নির্মান, লাইব্রেরি স্থাপনসহ নানান দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কলেজ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে লাইব্রেরি নির্মাণ, ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন।

আইন কলেজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ এড. মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইন কলেজের প্রভাষক (ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ) এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মিনহাজুল ইসলাম ভূঁইয়া ও এড. মো. রাসেল প্রধানসহ   জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিদর্শন উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন