Logo
Logo
×

নগর জুড়ে

ড্রেনেজ সংস্কারে নগরবাসীর দুর্ভোগ

Icon

সালেহ আহমেদ রায়হান

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ড্রেনেজ সংস্কারে নগরবাসীর দুর্ভোগ

বিবি রোডের ড্রেন নির্মাণের সংস্কার কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখায় এতে প্রায় সময় দুর্ভোগে শিকার হচ্ছেন পথচারীরা। ছবিটি নারায়ণগঞ্জের ডি.আই.টি এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান।

Swapno

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এবং অন্যতম এক ব্যস্ত নগরী হচ্ছে চাষাড়া। এখানে দু’পাশের ফুটপাত দখল করে সড়কে পর্যন্ত নেমে গিয়ে দোকানঘর নির্মাণ করে রেখেছে হকাররা। যাকে ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত যানজট নগরবাসীর নিত্যসঙ্গী। তার সাথে এখন যুক্ত হয়েছে বিবি রোডে নতুন একটি সংস্কার কাজ (মাটি খনন করে ড্রেনেজ বা নিষ্কাশন ব্যবস্থাপনা)। এর ফলে তীব্র যানজট ও পারাপারে অচল হয়ে ভোগান্তিতে আছে নারায়ণগঞ্জ শহর এলাকাবাসী।



চাষাড়া বঙ্গবন্ধু রোডের উকিলপাড়া ও গলাচিপা মোড় থেকে শুরু করে ডিআইটি মসজিদ পেড়িয়ে সড়কের দু’পাশে এখন পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ চলমান আছে, যা নারায়ণগঞ্জ শহরের যানজটকে আরোও ত্বরান্বিত করেছে। এই কাজের জন্য ফুটপাতের রাস্তা খনন করা হয়েছে ফলে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে এবং কাজের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সড়কের মধ্যে রাখায় সড়কে যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। ফুটপাত আগে থেকেই দখল করা বিভিন্ন ভাসমান দোকান দিয়ে। এতে সড়ক সংকীর্ণ হয়ে গেছে। চলাচলে বিকল্প কোনো রাস্তাও নেই। ফলে চলাচলের জন্য পথচারীদেরকে দেখা যাচ্ছে তারা সড়ক দিয়ে পার হচ্ছে এবং চরম ভোগান্তিতে ভুগছে নগরবাসীরা। প্রতিনিয়ত সৃষ্ট এ যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। এই বাণিজ্যিক এলাকায় পরিবহন যোগে মালামাল আদান-প্রদানে বেগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের এবং কর্মজীবী মানুষের উপরও প্রভাব পড়েছে এই সংস্কার কাজের জন্য। হাজার হাজার কর্মজীবী মানুষের কর্মস্থল হলেও এই সংস্কার কাজের কারণে যানচলে বিঘ্ন ঘটায় যানজটের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে। সংস্কার কাজের কর্মকর্তারাও গতিহীনভাবে সংস্কার কাজ চালাচ্ছে এবং এই তীব্র যানজট নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।



স্থানীয় এক ব্যাক্তি জানান, “এই সংস্কার কাজ যে এখানে হচ্ছে বা হবে এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। আর যেই ধীরগতিতে কাজ হচ্ছে, কবে নাগাদ এ কাজ শেষ হবে, এটাও চিন্তার বিষয়।”
এক পথচারীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, “সকাল ও দুপুরে ফুটপাত দিয়ে কোনোভাবে যাতায়াত করা গেলেও বিকাল থেকে আর ফুটপাত দিয়ে হাঁটা যায় না। ফুটপাতের উপর দোকান আর ড্রেনের জন্য বানানো গর্তের কারণে চলাচলের জন্য সড়কে নামতে হয়। যদিও সড়ক দিয়ে এভাবে হাঁটা একটি ঝুঁকিপূর্ণ কাজ।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন