Logo
Logo
×

নগর জুড়ে

আজ থেকে ‘শেখ রাসেল’ পার্কের নাম ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

আজ থেকে ‘শেখ রাসেল’ পার্কের নাম ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় রেলওয়ের জমিতে নির্মিত শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে নতুন করে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’ নাম করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Swapno

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় রেলওয়ের জমিতে নির্মিত শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে নতুন করে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’ নাম করা হয়েছে।   গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভুত্থ্যানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে প্রশাসনিক আদেশ বা স্থানীয় উদ্যোগে নির্মিত বিভিন্ন প্রতিষ্ঠান-স্থাপনা-রাস্তা-সেতু-অন্যান্য অবকাঠামোর নামসমূহ সংশ্লিষ্ট প্রশাসনিক এখতিয়ারের আওতায় পরিবর্তন করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।



ওই নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের  সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫(ক) (২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৫ম সাধারণ সভায় শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’ নাম করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে নাম করা হবে বলে উল্লেখ করা হয়।



উল্লেখযোগ্য যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এর উদ্যোগে সিটি কর্পোরেশনের অর্থায়নে নগরীর দেওভোগ এলাকায় ১৮ একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে এই পার্ক নির্মাণ করা হয়। এর নির্মাণ ব্যয় ছিল প্রায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা।



এই পার্ক নির্মাণের আগে, এটি ছিল একটি পরিত্যক্ত ডোবা, যা ডাম্পিং এর রূপ ধারণ করেছিল এবং মশা-মাছির প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। সেই সময় এটি নগরীর জন্য একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং লেক এলাকার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো মাদক ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছিল।



২০১০ সালে, রাজউক এটিকে ডিটেইল এরিয়া প্ল্যান (বিশদ অঞ্চল পরিকল্পনা) হিসেবে চিহ্নিত করে এবং ২০১১ সালে তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জায়গাটি খনন, সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায়, ২০২৩ সালের ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করা হয়।



নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগে থেকেই এই পার্কটি নারায়ণগঞ্জ শহরের মানুষের জন্য স্বস্তি এবং অবসর সময় কাটানোর একটি স্থান হয়ে উঠেছে, যা এখন নগরবাসীর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন