সমাজসেবক আলহাজ্ব আলী নূরের ইন্তেকাল, আজ বাদ আছর মরহুমের জানাযা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সমাজসেবক আলহাজ্ব আলী নূরের ইন্তেকাল, আজ বাদ আছর মরহুমের জানাযা
মডেল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পিতা খানপুর তল্লা নিবাসী আলহাজ্ব মো. আলী নূর সাহেব বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় ফতুল্লার তল্লা এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
মরহুম আলী নূর সমবায় কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন। তল্লা বড় মসজিদ, সমবায় মার্কেটের চেয়ারম্যান ও তল্লা সাধারণ পাঠাগারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিজীবনে দানশীল আলী নূর বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন। মৃত্যুকালে তিনি ৪ পূত্র, ১ কন্যা, নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, মডেল গ্রুপ এর প্রতিষ্ঠাতা মাসুদুজ্জামান তার তৃতীয় সন্তান। আজ ২৩ ফেব্রুয়ারী বাদ আছর তল্লা বড় মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে মডেল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মাসুদের পিতা আলহাজ্ব মো. আলী নূর সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক যুগের চিন্তার সম্পাদক মোরছালীন বাবলাসহ যুগের চিন্তা পরিবার।
এক শোকবার্তায় দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরছালীন বাবলা বলেন, আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাঁর পরিবার-পরিজনদের এই শোক বহন করার ক্ষমতা দান করুন।
এছাড়াও মাসুদুজ্জামান মাসুদের পিতার মৃত্যুতে রাজনীতিক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।