Logo
Logo
×

নগর জুড়ে

জিয়া হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী একুশে বইমেলা উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

জিয়া হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী একুশে বইমেলা উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ প্রমুখ। ছবি: মেহেদী হাসান।

Swapno

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা চলছে চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গনে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও লেখকরা।


মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বইমেলায় প্রশাসনের পক্ষ থেকে ২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি খাবারের স্টলও রয়েছে। স্টল বরাদ্দ পেয়েছে রাজনৈতিক দল ও কয়েকটি ছাত্র সংগঠন, এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী, গণসংহতি আন্দোলনের সংহতি প্রকাশন, ইসলামি ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জসহ অন্যান্য প্রকাশনী।

মেলায় অংশ নিতে আসা ইমতিয়াজ আহমেদ বলেন, "কালকে থেকে বইমেলা শুরু হয়েছে শুনে বাচ্চাকে নিয়ে বই কিনতে আসলাম। বাচ্চার জন্য একটি কমিক্স বই কিনলাম, আর আমার জন্য একটি বই কিনলাম। স্টলগুলো আরও ভরপুর ও প্রচারণা বাড়ালে মানুষের আগমন আরও বেশি হবে।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন